মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বিদ্যুৎ সরবরাহে নদীতে সাবমেরিন ক্যাবল

মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বিদ্যুৎ সরবরাহে নদীতে সাবমেরিন ক্যাবল

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাসহ বিদ্যুতায়িত করতে মাসকাটা নদীতে সাবমেরিক ক্যাপল স্থান করা হচ্ছে। সাবমেরিন ক্যাবল স্থাপন হলে বিদ্যুতায়নের মধ্য দিয়ে ওই এলাকার প্রায় ১০ হাজার পরিবার উপকৃত হবেন বলে জানিয়েছে স্থানীয়রা।

রোববার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে মাসকাটা নদীর তলদেশ হয়ে জাঙ্গালিয়া, চরগোপালপুর ও শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ তীরে ১৭ শত মিটার সাবমেরিন ক্যাবল স্থাপন কাজের উদ্বোধন করা হয়।

নদীবেষ্টিত ও নদীতে খন্ডিত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা। জেলা সদরের সাথে সরাসরি সড়কপথে যোগাযোগ ব্যবস্থা চালু না হওয়া এ উপজেলার মানুষদের জীবনযাত্রার ধরণটাও একটু আলাদা। বিশেষ করে এ উপজেলার বেশিরভাগ মানুষকে নদী ভাঙ্গনের সাথে যুদ্ধ করে সামনে এগিয়ে যেতে হয়। স্বাধীনতার ৫০ বছরে এসে এ উপজেলার মানুষ ধারাবাহিকভাবে সাবমেরিন ক্যাবলের সহায়তায় বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে।

মাসকাটা নদীতে সাবমেরিন ক্যাবলে স্থাপন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ।
উদ্বোধনকালে তিনি বলেন, উদিত রবির প্রথম আলো দূর করবে সকল কালো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা করেন। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার সেই প্রতিশ্রুতি মোতাবেক সারা বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। 

এসময় সাংসদ পংকজ নাথ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন।উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুতের সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী আব্দুল মান্নান, আলাউদ্দিন আহমেদ, নির্বাহী প্রকৌশলী অনিল কুমার সরকার, এজিএম সাইদুল মুরসালিন, সহকারী প্রকৌশলী শাহে আলম, এজিএম সাইদুল মুরসালিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রমিজ আহমেদ, উপজেলার ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, ইউনিয়ন চেয়ারম্যান সামছুল বারী মনির, হারুন মোল্লা, শেখ শহিদুল ইসলাম, আবদুল কাদের ফরাজি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনীপ্রেশার মানুষ।